লক্ষ্মীপুর রামগতিতে গত একমাসে ৪ টি মন্দিরে চুরি র ঘটনা ঘটে ।
বুৃধবার রাত উপজেলার আলেকজান্ডার পৌরসভার চর সেকান্দর সাহা পাড়া এলাকার অনিল বাবাজী সেবাশ্রম মন্দিরে চুরি হয় । মন্দির কমিটির সদস্যরা জানান, টাইলস করা দান বাক্সের তালা ভেঙে প্রায় ২০ থেকে ৪০ হাজার টাকা নিয়ে যায় । এই ভাবে আরো তিনটি মন্দিরে চুরির ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে সনাতনি সম্প্রদায়ের মধ্যে উৎকন্ঠা দেখা যায়। এখনি কোন ব্যবস্থা না নিলে হয়তো আরো বড় ধরনের চুরির ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। চোর চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা ।
এর আগে আলেকজান্ডার বাজার মহাপ্রভু সেবাশ্রম, বড়খেরী নিতাই গৌর সেবাশ্রম, রঘুনাথপুর শ্রী শ্রী মহাপ্রভু সেবাশ্রম (ছায়াকুঞ্জ) মন্দিরে বিগ্রহ,স্বর্ণালংকার, দানবাক্স নগদ অর্থ ও বাদ্যযন্ত্র চুরি হয় । তবে এ বিষয়ে রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি )মোহাম্মদ সোলাইমান বলেন, আমরা বিষয়টি অবগত আছি। ঘটনাটি তদন্ত চলছে,তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।