লক্ষ্মীপুর  রামগতিতে গণ-অনশন ও গণ-অবস্থান কর্মসূচি পালন করেন  নাগরিক সংগঠন

 

সবুজ সাহা  , রামগতি ঃ বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে শনিবার সকাল থেকে রামগতিতে গণ অনশন-গণ-অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী পালন করছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর রামগতি শাখা সহ বিভিন্ন নাগরিক সংগঠন । সকালে রামগতি উপজেলা শহীদ মিনার চত্বরে হাজার হাজার মানুষের একত্রিত হন,এতে উপস্থিত থাকেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রামগতি উপজেলা সভাপতি,সাধারণ সম্পাদক,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য, ছাত্র যুব ঐক্য পরিষদের সদস্য সহ বিভিন্ন মন্দির কমিটি সদস্য বৃন্দ , উক্ত কর্মসূচিতে পরিষদের কর্মীরা নানা সুরে স্লোগান তুলে ধরেন,তারা জানান শনিবার ভোর ছয়টা থেকে এই কর্মসূচী শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত চলে। উক্ত অনশনে যোগদেন রামগতি উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব শরাফ উদ্দিন আজাদ (সোহেল চেয়ারম্যান) ,  বক্তারা  শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সারাদেশে সাম্প্রদায়িক হামলা, ভাংচুর লুটপাট, অগ্নি সংযোগ ও হত্যাকান্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।

how do you feel about this website ?

%d bloggers like this: