ডালিম কুমার দাস টিটু : লক্ষ্মীপুর রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের ভূঁইয়া বাড়ির বেলাল চাকরি না পেয়ে একজন সফল উদ্যেক্তা হলেন। বেলাল উদ্দিন ২০০৩ সালে এসএসসি এবং ২০০৫ সালে এইচএসসি পাশ করেন তার পর শুরু হয় চাকরির চেষ্টা । চাকরির হতাসা থেকে বেরিয়ে একটা সময় বেলাল স্বপ্ন দেখেন একজন উদ্যেক্তা হবেন । এবং নিজেই গ্রামের বেকারত্ব দুর করতে কয়েকজনের কর্মসংস্থান সৃষ্টি করবেন । সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে ২০০৭ সালে মাত্র ১৫ হাজার টাকা নিয়ে মাছ চাষ শুরু করেন ওই বছর বেলাল ১ লাখ টাকা লাভ করেন । ২০১০ সালে বেলাল নিজ এলাকায় আরো ৪/৫ টি পুকুর ইজারা নিয়ে শুরু করেন মাছ চাষ । এরপর ২০১১ সালে মাত্র ৪০০টি লেয়ার মোরগ নিয়ে শুরু করেন পোল্ট্রি খামার । নিজ খামারে গ্রামের একাধিক ছেলেকে চাকরি দেন । বর্তমানে তার খামারে রয়েছে ৬ হাজার লেয়ার মোরগ এবং ৭ হাজার ব্রয়লার মোরগ । প্রতিদিন সাড়ে ৫ হাজার ডিম দেয় তার খামারে । ১২ জন লোক তার খামারে কাজ করে সংসার চালায় । উদ্যেক্তা বেলাল উদ্দিন যুব সমাজের উদ্দেশ্যে বলেন, চাকরির পিছে না ঘুরে উদ্যেক্তা হন। আমি এক সময় চাকরির জন্য হন্য হয়ে ঘুরেছি আর এখন চাকরি দিচ্ছি এটাই আমার কাছে সব ছেয়ে বড় আনন্দ। তিনি আরো বলেন, এর পাশাপাশি সরকারের একটু সহযোগিতা পেলে হয়তো আরো কিছু মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারতাম। খামারের শ্রমিকরা বলেন, আমরা একসময় বেকার দিন কাটাতাম এখন বেলাল ভাইয়ের খামারে চাকরি করে খুব ভালোভাবে সংসার চালাই।