লক্ষ্মীপুর রামগতিতে বিশেষ অভিযানে দুই আসামী গ্রেফতার

ডালিম কুমার দাস টিটু ঃ লক্ষ্মীপুর রামগতি উপজেলায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সোলাইমান এর নেতৃত্বে  একটি বিশেষ অভিযানে জিআর পরোয়ানামূলে দুই আসামীকে গ্রেফতার করা হয় । আসামীরা হলেন, চরবাদাম ইউনিয়নের পূর্ব  চরসীতা গ্রামের মনির হোসেন (২৪) পিতা -মোঃ ইউসুপ এবং অপরজন হলেন, ভেঅলা সদর উপজেলার ধনিয়া গ্রামের মোঃ মামুন পিতা-মোঃ শেখ ফরিদ ।
জানাযায় , দীর্ঘদিন পালিয়ে থাকা এই দুই আসামীকে  গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার  ড. এ এইচ এম কামরুজ্জামান, পিপিএম-সেবার দিক-নির্দেশনা অনুযায়ী শনিবার ১২ই ফেব্রুয়ারী)  চৌকস পুলিশ কর্মকর্তা ওসি সোলাইমানের নেতৃত্বে একটি ফোর্স  তাদের গ্রেফতার করতে সক্ষম হয় । এরপর তাদের আদলতে সোপর্দ  করা হয় ।
এসময় ছিলেন ,এসআই ইকবাল হোসাইন , এসআই সফিকুল ইসলাম সঙ্গীয় ও এএসআই শিমুল দাস প্রমূখ

how do you feel about this website ?

%d bloggers like this: