লক্ষ্মীপুর রামগতিতে ১৭শ৫ জন শিক্ষার্থীদের মাঝে করোনার টিকা প্রদান

সবুজ সাহা :  রামগতিতে এইচএসসি ও সমমান শিক্ষার্থীদের কবিড-১৯ এর ফাইজারের টিকা দান শুরু হয়েছে । প্রাথমিকভাবে রামগতিতে ১৭শ৫ জন শিক্ষার্থী ফাইজারের টিকা দান শুরু করেছে। শনিবার (২০নভেম্বর ) সকাল ৯টা থেকে রামগতি উপজেলা পরিষদ ভবনে উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে এ টিকা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, রামগতি উপজেলার নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরী, উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল সহ প্রমুখ। ধারাবাহিকভাবে (২০ নভেম্বর) শনিবার সকাল রামগতি আহমদিয়া কলেজ ৪২৬জন। আব্দুল হাদী কলেজ ৩৬১জনকে টিকা দেওয়া হবে। (২১ নভেম্বর) রবিবার আলেকজান্ডার আ স ম আব্দুর রব সরকারি কলেজ ৪৭৩ জন। তোহফা ই আয়ুব মহিলা কলেজ ৮২ জনকে টিকা দেওয়া হবে। ২২ নভেম্বর সমবার চর কলাকোপা কেরামতিয়া কামিল মাদ্রাসা ৫৬ জন,চর আলেকজান্ডার কালিম মাদ্রাসা ১০৮জন, রামগতি রব্বানিয়া ফাজিল মাদ্রাসা ৫৪ জন। চর আব্দুল্লাহ আল মাদরাসাতুল জামেয়াতুল ইসলামিয়া মাদ্রাসা ৩৪ জন । চরবাদাম রাস্তার হাট মাজাহারুল উলুম আলিম মাদ্রাসা ৪৭ জন। বিবির হাট রশিদিয়া আলিম মাদ্রাসা ৩১ জন শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছে উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কার্যালয় ।

how do you feel about this website ?

%d bloggers like this: