রামগতিতে আনন্দগন পরিবেশের মধ্য দিয়ে শেষ হলো সরস্বতী পূজা

 সবুজ সাহা, রামগতি   :  লক্ষ্মীপুর রামগতিতে অনুষ্ঠিত হলো হিন্দুদের বিদ্যা দানকারী দেবী সরস্বতী পূজা। পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করার মধ্য দিয়ে এই পূজা অর্চ্চনা করা হয়।
অজ্ঞতা দূর করতে কল্যাণময়ী বিদ্যাদেবীর চরণে প্রণতি জানান ভক্তরা। সনাতন ধর্মাবলম্বীদের মতে সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পৃথিবীতে আসেন। দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোক, বিদ্যা, বাণী ও সুর ছড়িয়ে দেন পৃথিবীতে । প্রতিবছর ন্যায় এবারও জাগ্রত  সনাতন গীতা সংঘের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে সরস্বতী  পুজার  আয়োজন । শুক্রবার  বিকাল অধীবাস , শনিবার সকাল ১১টায় পুষ্পার্ঘ্য অর্পণ ও দুপুর মহাপ্রসাদ বিতরণ এবং রাতে আরতি পুজার মধ্য দিয়ে সমাপ্তি হয়  পুজার। পুজায়  জাগ্রত সনাতন  গীতা সংঘের ছাত্রছাত্রী ও সকল হিন্দু ধর্মাবলম্বী ভক্তবৃন্দের উপস্থিতি ছিলো উল্লেখযোগ্য ।

how do you feel about this website ?

%d bloggers like this: