লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের পঞ্চম বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রকাশ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । বৃহস্পতিবার (০২ জুন) সকালে ইউপি পরিষদ প্রাঙ্গণে এলাকার সুবিধা বঞ্চিতদের অধিকার প্রকল্প এনআরডিএস এর সহযোগিতায় ইউনিয়ন পরিষদে আয়োজনে অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মুহাম্মদ মাহফুজুর রহমান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজ সেবার উপপরিচালক নুরুল ইসলাম পাটওয়ারী, বঞ্চিতদের অধিকার প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক বিপ্লব কুমার ভৌমিক, প্রকল্প কর্মকর্তা আরজুর রহমান,ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি মো: খোকন, ইউপি সদস্য মো: ওমর ফারুক প্রমুখ। আলোচনা সভা শেষে ইউপি সচিব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান পঞ্চম বার্ষিকী উন্নয়ন পরিকল্পনা প্রকাশ করেন।
বঞ্চিতদের অধিকার প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক বিপ্লব কুমার ভৌমিক জানান পরিকল্পনা প্রকাশের মাধ্যমে ইউনিয়নে নাগরিক সেবা বৃদ্ধি পাবে এবং মানুষ পরিষদের বিভিন্ন প্রকল্প বিষয়ে সুপারিশ, অভিযোগসহ যে কোন ধরনের মতামত প্রকাশ করতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করছি।
এসময় ইউপি সদস্য, কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন এলাকা থেকে আগত নাগরিকবৃন্দ উপস্থিত হয়ে তাদের মতামত ব্যক্ত করেন।