লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সরকারি কলেজের বঙ্গবন্ধু কর্ণারে মুক্তিযুদ্ধের ইতিহাস, কারাগারে রোজ নামচা, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও হাসু থেকে শেখ হাসিনাসহ বিভিন্ন ধরণের বই বিতরণ করা হয়েছে। রবিবার (১৩ মার্চ) দুপুরে আনুষ্ঠানিকভাবে কলেজ অধ্যক্ষ মাহবুবুল করিমের কাছে এসব বই হস্তান্তর করা হয়। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের পক্ষে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল আজিম বাবরের উদ্যোগে
এসময় আরো উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ বিপ্লব কুমার সাহা। অন্যান্যের মধ্যে আরো ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, জেলা যুবলীগের সাবেক আহবায়ক সৈয়দ সাইফুল হাসান পলাশ, কলেজ শিক্ষক সাইফুল ইসলাম, গিয়াস উদ্দিন প্রমুখ। এসময় বিপুল সংখ্যক ছাত্রলীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।