রবিবার দুপুরে “শেখ রাসেল দেয়ালিকা” উদ্বোধন করা হয় লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ।
ডালিম কুমার দাস টিটুঃ লক্ষ্মীপুরে ‘শেখ রাসেল দেয়ালিকা’ উদ্বোধনী অনুষ্ঠান করেছে ল²ীপুর সরকারি কলেজ ।
রবিবার (৩১ অক্টোবর) দুপুরে কলেজের হল রুমে আলোচনা শেষে অতিথিবৃন্দ এ দেয়ালিকা উদ্বোধন করেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহাবুবুল করিম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম শাহ্জাহান কামাল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, এড. নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি। এসময় আরো উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগীয় প্রধানগন ,শিক্ষার্থীবৃন্দ এবং আওয়ামী লীগ নেতা জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমূখ।
বক্তারা বলেন পিতার মতোই দরদি ও মানবিক গুণে গুণান্বিত ছিল শেখ রাসেল। স্বাধীন বাংলাদেশের মতোই অপার সম্ভাবনা নিয়ে বড় হয়ে উঠছিল শিশু রাসেল। ঘাতকের নির্মম আঘাত তাকে কেড়ে না নিলে হয়তো একজন আদর্শ নেতা পেতো এ জাতি।