লাইসেন্স না থাকায় রামগতিতে করাতকলের মালিককে দুমাসের কারাদন্ড

সবুজ সাহা রামগতিঃ  লক্ষ্মীপুরের রামগতিতে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায়  নয়ন উদ্দিন (৩২) নামে এক করাতকলের মালিককে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড এবং  দুই হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর ) বিকেলে উপজেলার চৌধুরী বাজার এলাকায় অভিযানকালে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত খাঁন।,

দীর্ঘদিন ধরে চৌধুরী বাজারসহ উপজেলার বিভিন্ন জায়গায়  লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া অবৈধভাবে  করাতকল মালিকরা কাঠ চিরাইয়ের কাজ করে আসছিলেন। খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত খাঁন এর নেতৃত্বে অভিযান চালিয়ে এ সাজা দেন । এ সময় উপস্থিত  ছিলেন, উপজেলা বন কর্মকর্তা ।

জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

how do you feel about this website ?

%d bloggers like this: