শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

 

লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ যুবলীগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে সামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খাঁন নিখিলের নির্দেশ অনুযায়ী লক্ষ্মীপুরে শিশুদের নিয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠান করেছে জেলা যুবলীগের সভাপতি প্রার্থী এডভোকেট শেখ জামান রিপন । শুক্রবার (১৭ মার্চ) সকাল থেকে সদরের বেশ কয়েকটি স্কুলে শিশুদেরকে সাথে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেন। এসময় ’শুভ শুভ দিন , বঙ্গবন্ধুর জন্মদিন ’ শ্লোগান মাধ্যমে শিশুদেরকে বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে উদ্বুদ্ধ করেন । পরে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে শিশুদেও নিয়ে বঙ্গবন্ধুর চিন্তা চেতনামূলক বই ও বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করেন । শিশুদের উদ্যেশে শেখ জামান রিপন বলেন ,আমরা বঙ্গবন্ধু শেখমুজিবের আদর্শে বলিয়ান হয়ে শেখ হাসিনার যেই উন্নয়নের অগ্রযাত্রা সেই অগ্রযাত্রায় শেখ হাসিনার পাশে থেকে কাজ করবো । সেই জন্য আমাদের ঠিকমত লেখা পড়া করতে হবে। এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা কবির হোসেন রিপন এবং যুবলীগ নেতা এডভোকেট আব্দুস সামাদ আজাদসহ যুবলীগের বিভিন্ন নেতাকর্মী ও বিদ্যালয়ের শিক্ষক ও অভিবাবকবৃন্দ।

how do you feel about this website ?

%d bloggers like this: