সদর উপজেলা বিদায় ইউএনও কে সংবর্ধণা দিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাব

ডালিম কুমার দাস টিটু :  লক্ষ্মীপুর প্রেস ক্লাবের  উদ্যেগে  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুমকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে । মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেসক্লাবে এ সংবর্ধনার আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোছাইন আকন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে লক্ষ্মীপুরের সাংবাদিকতা এবং সংবাদ প্রচারের বিষয়টি তুলে ধরেন।
এ সময় প্রেসক্লাবের সফিল সভাপতি , প্রবীণ  সাংবাদিক হোসাইন আহমদ হেলাল অপসাংবাদিকতা থেকে জনগন মুক্তি পাওয়ার লক্ষ্যে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন । লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, সাংবাদিক গাজী গিয়াস উদ্দিন, কাউছার হোসেন, জান্নাতুল ফেরদৌস নয়নসহ অনেকে।
এসময় অন্যান্য বক্তারা বলেন, ইউএনও মোহাম্মদ মাসুম ছিলেন মিডিয়া বান্ধব। তিনি শত ব্যস্ততার মাঝেও বিভিন্ন সংবাদের ক্ষেত্রে সাংবাদিকদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। সদর উপজেলার গনমানুষের উন্নয়নের তিনি সবসময় শ্রম দিয়েছেন। করোনাকালীন সময় অতিদরিদ্র মানুষদেরকে খাদ্য সহযোগিতা করেছেন।

উল্যেখ্য , পদোন্নতি পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম অতিরিক্ত জেলা প্রশাসক(এডিসি) হিসেবে নরসিংদি বদলি হয়েছেন।

how do you feel about this website ?

%d bloggers like this: