Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
কমলনগরবিনোদনরামগঞ্জরামগতিরায়পুরলক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের ছেলে তানভির মাসুদ সময়ের জনপ্রিয় অভিনেতা

লক্ষ্মীপুরের ছেলে তানভির মাসুদ সময়ের জনপ্রিয় অভিনেতা

ডালিম কুমার দাস টিটু ঃ সময়ের জনপ্রিয় অভিনেতা তানভির মাসুদ এর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের সাউধের খিল গ্রামে। যদিও শেশব কেটেছে গ্রামে । কিন্তু বাবার ব্যবসার সূত্রে তানভির মাসুদকে হতে হয় ঢাকামূখী । ঢাকা থেকে লেখা পড়া শেষ করেন এই অভিনেতা। ঢাকা থাকলেও নিজের জন্মস্থানকে ভুলতে পারেননি তিনি । সুযোগ পেলেই নাড়ির টানে বাড়িতে ফিরে আসেন । গ্রামের মানুষের খোঁজ খবর নেন ।

নিজের পৈতৃক ভিটাকে দেখে পূরানো দিনে ফিরে যান । এই রামগঞ্জ উপজেলায় জন্ম গ্রহন করেন প্রয়াত অভিনেতা এটিএম শামসুজ্জামান, নির্মাতা, অভিনেতা মাহফুজ আহমেদ সহ অনেক গুনি ব্যাক্তিত্ব। ছোট বেলা থেকেই সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজেকে তৈরি করে নিয়েছেন আজকের অভিনেতা হিসেবে । যদিও একজন অভিনেতা হিসেবে খ্যাতি রয়েছে কিন্তু ব্যাক্তিগত জীবনে খুবই সাধারণ জীবন যাপন করেন এই অভিনেতা ।

নাট্য নির্মাতা নরেশ ভূঁইয়ার “ওয়ার্ড নম্বর ৭৭” নাটকের মধ্য দিয়ে মিডিয়া যাত্রা শুরু করেন তিনি। এর পর থেকে তাকে আর পেছনে তাকাতে হয়নি। অনেক গুনি নির্মাতাদের নাটকে তিনি কাজ করেছেন। এ পর্যন্ত প্রায় শতাধিক খন্ড নাটক ও ধারাবাহিকে কাজ করেছেন এ অভিনেতা। তিনি দিপ্ত টিভির বকুলপুর সিজন-টু ধারাবাহিক নাটকের ফাটা বোরহান চরিত্রে অভিনয় করে ব্যাপক আলোচিত এবং প্রশংসিত হয়েছেন। এছাড়াও ফাটা বোরহান খ্যাত এই অভিনেতা সাম্প্রতি দিপ্ত টিভির এ্যাওয়ার্ডের জন্য মনোনিত হয়েছেন। বর্তমানে বিভিন্ন নাটক সিরিয়াল এর শুটিং নিয়ে ব্যাস্ত সময় পার করছেন এই অভিনেতা। একুশে পদক প্রাপ্ত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক এর উপন্যাস দীপ্ত টিভি র প্রতিদিনের ধারাবাহিক “আগুনপাখি “র শুটিং চলছে মানিক গঞ্জের বেতিলায়। তিনি এ সময়ের প্রতিশ্রুতিশীল একজন অভিনেতা।

তার অভিনিত উল্যেখযোগ্য কয়েকটি নাটক পারভেজ আমিনের ” আগুন পাখি ” রুমান রুমির “আমাদের সঙ্গেই থাকুন” মজিবুল হক খোকনের ” মহাজন” কায়সার আাহমেদ ও আল হাজেনের “গোলমাল” সহ অনেক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে। তানভির মাসুদ বলেন, আমি বিভিন্ন গুনি প্রযোজক ও নির্মাতাদের নাটকে কাজ করছি। আমাকে তারা কাস্টিং দিচ্ছে। তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারন তাদের সহযোগিতা’র কারনে আজ আমি মাসুদ অভিনেতা তানভির মাসুদ হতে পেরেছি।

 

বর্তমানে তিনি বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘের কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি প্রয়াত চলচ্চিত্র পরিচালক সাইদুল আনাম টুটুলের পরিচালনয় “কালবেলা” নামক একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার স্বপ্ন একজন ভার্সেটাইল অভিনেতা হওয়ার। নিজের অভিনয়ের মাধ্যমে দেশের দর্শকদের ভালো নাটক উপহার দেয়ার পাশাপাশি দর্শকদের বাংলা নাটক মূখী করতে চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যাসা ব্যাক্ত করেন সময়ের জনপ্রিয় অভিনেতা তানভির মাসুদ।

 

 

 

 

 

 

 

 

 

 

Related Articles

how do you feel about this website ?

Back to top button
%d bloggers like this: