নিজস্ব প্রতিবেদক ঃ সমাপ্ত হলো দেশের প্রথম ধাপের ইউপি নির্বাচন এবং শূণ্য থাকা জাতীয় সংসদের উপ-নির্বাচন । করোনার কারনে প্রথম ধাপের নির্বাচনের বকি অর্ধেক অনুষ্ঠিত হবে জুলাই মাসে । এদিকে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতির ছয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সব কয়টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয় পেয়েছেন ।সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ৮টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন ফলাফল ঘোষণা করেন।বিজয়ীরা হলেন- কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে মির্জা আশরাফুর জামান রাসেল, হাজীরহাটে নিজাম উদ্দিন, চরফলকনে মোশারফ হোসেন বাঘা, রামগতি উপজেলার চরবাদামে শাখাওয়াত হোসেন জসিম, চরপোড়াগাছায় নুরুল আমিন ও চর রমিজে মুজাহিদুল ইসলাম দিদার।একই দিন লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচন হয়েছে। এতে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়ন।ঘোষিত ফলাফলে দেখা গেছে, নৌকা প্রতীক নিয়ে নুরউদ্দিন চৌধুরী পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৫৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শেখ মোহাম্মদ ফায়িজ উল্যাহ লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৮৮৬ ভোট।