ডালিম কুমার দাস টিটু ঃ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে প্রথম আলো বন্ধুসভা লক্ষ্মীপুর জেলা শাখা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২১ অক্টোবর বিকেলে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বন্ধুসভার সভাপতি শান্তনু দাস, সহসভাপতি শাহজাহান কামাল ও রিয়াদ হোসেন, সাধারণ সম্পাদক অনিম জোবায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব হোসেন, পাঠাগার সম্পাদক হাসিবুজ্জামান ভূঁইয়া, প্রশিক্ষণ সম্পাদক আশরাফুল মোবারক, অর্থ সম্পাদক ইসমাইল খান, সদস্য মোশারফ হোসেন, শংকর মজুমদার, নাইম হোসেন প্রমুখ।