সাহিত্য সংসদের উদ্যেগে কবি রাজু হাসান সহ ৫ জনকে সম্মাননা প্রদান

 

ডালিম কুমার দাস টিটু ঃ লক্ষ্মীপুর অনুষ্ঠিত হয়েছে জেলা সাহিত্য সংসদের ২৩ তম সাহিত্য সম্মেলন । শুক্রবার বিকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা সাহিত্য সংসদের সভাপতি ডা. সালাউদ্দিন শরিফ, সাধারন সম্পাদক গাজী গিয়াস উদ্দিন এর উপস্থিতিতে অনুষ্ঠানে বাংলা একাডেমীর সভাপতি সেলিনা হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো- ভাইস চ্যান্সেলর ড. এ এস এম মাকছুদ কামালকে সংবর্ধনা দেয়া হয়।  এসময় স্থানীয় লেখক এবং গবেষককে তাদের সাহিত্য চর্চার উপর কবি রাজু হাসানসহ ৫ জন কবিকে   বিশেষ ভাবে সম্মাননা দেয়া হয় । কবি রাজু একজন মুক্তচিন্তার অধিকারী ব্যাক্তিত্ব । ছোটবেলা থেকে লেখা লেখি ,বই পড়া এবং লক্ষ্মীপুরের  সাহিত্য সাংষ্কৃতির সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত রয়েছে । সম্মেলনে কবি রাজু হাসানকে  জেলার বর্ষসেরা কবি হিসেবে স্বিকৃতি দেয়া হয় । সম্মাননা হাতে পেয়ে কবি রাজু হাসান আবেগে আপ্লুত হয়ে যান তিনি বলেন, এই সম্মান লক্ষ্মীপুরবাসীর । আজকে সাহিত্য সংসদের উদ্যেগে দুইজন দেশ বরেণ্য ব্যাক্তিত্বের উপস্থিতিতে আমাকে যেই সম্মান করা হলো সত্যিই আমি চিরজীবন কৃতজ্ঞ । নতুন প্রজন্মের উদ্যেগে তিনি আরো বলেন, নতুন প্রজন্মকে বেশি বেশি বই পড়তে হবে, দেশকে জানতে হবে, দেশের মুক্তিযুদ্ধকে জানতে হবে বঙ্গবন্ধুকে জানতে হবে তাহলে দেশ আরো বেশি সমৃদ্ধশালী এবং আরো বেশি উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারবে।

how do you feel about this website ?

%d bloggers like this: