সিঙ্গাপুরে ইফতার পার্টিতে বাংলাদেশি ড্রাইভারদের মিলন-মেলা।

সিঙ্গাপুর প্রবাসী ড্রাইভার

প্রায় তিন হাজার কিলোমিটার দূরত্বে সিঙ্গাপুরে বাংলাদেশি ড্রাইভার দের উদ্যোগে গত কাল সিঙ্গাপুরে সাপ্তাহিক ছুটির দিন ইফতার এর আয়োজন করা হয় । উক্ত ইফতার অনুষ্ঠানে প্রায় ১০০ জন সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশি ড্রাইভার একত্রিত হয়ে একসাথে ইফতার করেন।

সিঙ্গাপুর প্রবাসী ড্রাইভারদের গ্রুপ “সেইফ ড্রাইভ সেভ লাইফ ” এর ব্যানারে ইফতার পার্টির আয়োজন হয়। সেইফ ড্রাইভ সেভ লাইফ ড্রাইভার গ্রুপের সদস্যরা এই বছর চাইনিজ নিউ ইয়ারে ও একত্রিত হয়ে একটি জমকালো আয়োজন করেন ।

সিঙ্গাপুরে কভিড -১৯ সময় লক-ডাউনে সাখাওয়াত হোসেন কয়েকজন ড্রাইভারদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপে গ্রুপ খোলেন । এই গ্রুপে বর্তমানে ৫৬৩ জন বাংলাদেশি ড্রাইভার রয়েছেন ।

 

গ্রুপ প্রতিষ্ঠাতা এডমিন সাখাওয়াত হোসেন বলেন, মনেহয় পৃথিবীর কোনও দেশে সম্ভব হয়নি এইরকম ৫৬৩ কোম্পানির বাংলাদেশী ড্রাইভার একটি পরিবারে আবদ্ধ করা। ইনশাআল্লাহ এর আগেও পর্যন্ত ৪বার আমরা একত্রিত হয়েছিলাম। প্রবাসী জীবন অত্যন্ত কষ্টের কিন্তু শত কষ্টের মাঝেও আমাদের গ্রুপের সকল ড্রাইভার ভাইয়েরা অক্লান্ত মনোবলের সহিত প্রতিটি আয়োজনে উপস্থিত থাকেন।এটা অন্য রকম এক অনুভূতি।

সেইফ ড্রাইভ সেভ লাইফ ড্রাইভার গ্রুপের আরেকজন এডমিন জাহিদ হাসান বলেন, বাংলাদেশী ড্রাইভার ভাইয়েরা সিঙ্গাপুরের মত দেশে ৪ বছর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে একত্রিত হতে পারবো এটা সত্যি অকল্পনীয়।

how do you feel about this website ?

%d bloggers like this: