ডালিম কুমার দাস টিটু : লক্ষ্মীপুরে সুবিধাবঞ্চিত সাড়ে তিন হাজার মানুষকে ঈদ উপহার (শাড়ী, লুঙ্গি, থ্রীপিচ) দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে স্থানীয় ইত্তর হামছাদী ইউপি কার্যালয়ে মাশআল্লাহ হাউজিং এর ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সমাজ সেবক হাজী জহির রায়হান তার নিজস্ব অর্থায়নে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন। তিনি বর্তমান উত্তর হামছাদী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম এর বড় ভাই । বিশিষ্ট সমাজ সেবক হাজী জহির রায়হান দীর্ঘ সময় ধরে তার নিজস্ব অর্থায়নে এলাকার মানুষকে বিভিন্ন সহযোগিতা করে আসছেন।
এসময় উপস্থিত ছিলেন মাশআল্লাহ হাউজিং এর ব্যবস্থাপনা পরিচালক হাজী জহির রায়হান জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ।