সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের এক যুবকের মুত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় যুবকের মুত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. শাহাদাত হোসেন নামে এক বাংলাদেশি যুবক মারা গেছেন। বুধবার (১২ জুলাই) বিকেলে নিহত যুবকের ছোট ভাই মো. জামাল উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মো. জামাল উদ্দিন জানান, মো. শাহাদাত (২৯) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নদীভাঙনকবলিত নবীগঞ্জ এলাকার মো. শাহাজাহান মাঝির ছেলে।

তিনি আরও জানান, তার ভাই শাহাদাত বাংলাদেশ সময় মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে সৌদি আরবের দাম্মাম আল হাসা এলাকার কিং ফাহাদ হাসপাতালে মারা গেছেন। গত চার দিন তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

সৌদি আরবের শাহাদাতের সহকর্মীদের বরাত দিয়ে তিনি আরও জানান, গত শনিবার (৮ জুলাই) ভোর ৫টার দিকে সৌদি আরবের আল হুফুফ এলাকায় সড়ক দুর্ঘটনায় শাহাদাত গুরুতর আহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে আইয়ুন নামের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কিং ফাহাদ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন ১১ জুলাই বিকেলে তার মৃত্যু হয়।

কমলনগর থানার ওসি মো. সোলাইমান জানান, এ বিষয়ে কেউ জানায়নি। খোঁজ নিয়ে ওই প্রবাসীর পরিবারকে প্রয়োজনীয় আইনগত সহায়তা দেবে পুলিশ।

how do you feel about this website ?

%d bloggers like this: