স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা ’ক’ জন মুজিব সেনার পথ নাটক প্রদর্শনী

ওমর ফারুক মিঠু ঃ লক্ষ্মীপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা ’ক’ জন মুজিব সেনা সংগঠনটির ব্যানারে প্রদর্শন করা হলো পথ নাটক ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল । শনিবার (২৬ শে মার্চ ) সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেস ক্লাব প্রাঙ্গনে শত শত দর্শকের উপস্থিতিতে পথ নাটকটি প্রদর্শীত হয়। নাটকটি রচনা করেন প্রখ্যাত নাট্যকার এ এম সোলাইমান এবং নির্দেশনা ডালিম কুমার দাস টিটু । নাটকটিতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের এক শ্রেনীর সুবিধাভোগীদের অবহেলা তাদের কটাক্ষ করা তাদের কষ্টের আর্তনাথ ,শহীদ মিনারের অবহেলার প্রতিবাদের বিষয়টি উপজিব্য ছিলো।
নাটকটিতে প্রধান চরিত্র ”ক্ষ্যাপা পাগলা” চরিত্রে অভিনয় করেছেন নাট্য অভিনেতা সাংবাদিক ডালিম কুমার দাস টিটু । এসময় উপস্থিত ছিলেন আমরা ’ক’ জন মুজিব সেনার প্রতিষ্ঠাতা আওয়ামীলীগ নেতা এ এফ জসিম উদ্দিন , কবি মুজতবা আল মামুন , কাউন্সিলর উত্তম দত্ত , প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল এবং সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল সাবেক ছাত্রলীগ নেতা সোহাগ পাটওয়ারী , ছাত্রলীগ নেতা  মোঃ আজিম এবং সাংবাদিক , সাংষ্কৃতিক কর্মী সহ আরো অনেকে।

how do you feel about this website ?

%d bloggers like this: