ডালিম কুমার দাস টিটু ঃ লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলগী ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১৬ মার্চ । প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন প্রার্থীরা । ভোটারদের মন পেতে চলছে নানান রকম কৌশলে মাইকিং মিছিলে মুখরিত ইউনিয়নটি । পোস্টার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো ইউনিয়ন । ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছে প্রার্থীরা। সকাল থেকে গণসংযোগে ব্যাস্ত তারা । নির্বাচনে ৫ জন চেয়ারম্যান পদপ্রার্থী। স্বতন্ত্র প্রার্থী সাহেদ আলী মনুর আনারস মার্কা ব্যাপক প্রচারণা থাকলেও নেই কোন পোস্টার ফেস্টুন ।
নৌকার তেমন একটা প্রচারণা লক্ষ্য করা যায়নি। অন্য দিকে দেলোয়ার হোসেন, মোটর সাইকেল প্রতীক এবং নুরুল ইসলাম, চশমা প্রতীক নিয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালালেও বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত নৌকা প্রতীক পাওয়া প্রার্থী এবং সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী লিটনের তেমন কোন প্রচারণা গণসংযোগ, লক্ষ্য করা যায়নি । এলাকার তথ্যমতে তিনি ভোটারের কাছেও তেমন একটা যাচ্ছেননা । ইউনিয়নের সাধারন ভোটারদের মাঝে এক ধরণের গুঞ্জন শুরু করেছে । অন্যদিকে জনপ্রিয় নেতা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি নিজের তিক্তার জায়গা থেকে দলীয় পোস্ট থেকে নিজেকে সরিয়ে নেন। তবে মনের মধ্যে লালন করেন মুজিবের আদর্শ। কিন্তু বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামীলীগ গেলো ৫ মার্চ তাকে (সাহেদ আলী মনুকে) দল থেকে বহিষ্কার করেছে ।
সাহেদ আলী মনু অভিযোগ তোলেন , তৃণমূলের নেতাকর্মীদের সমর্থনে এগিয়ে থাকার পরেও জাকির হোসেন চৌধুরী লিটনকে দল থেকে মনোনীত করেছে। তাই তিনি নিজেই গত ১৯ ফ্রেবুয়ারি দল থেকে পদত্যাগ করে জনগনের অনুরোধে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন অংশগ্রহণ করছেন। ইতিমধ্যে সরেজমিনে গিয়ে দেখা যায় স্বতন্ত্র প্রার্থী সাহেদ আলী মনুর গন জোয়ার। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে শতভাগ বিজয়ের সম্ভাবনা আছে সাহেদ আলী মনুর এমনটাই জানালেন এলাকাবাসী। এর আগে গত ২৬ জানুয়ারি তফসিল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কমিশনার কাজী হেকমত আলী ।
তফসিল অনুযায়ী আগামী ১৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন। সাধারণ সদস্য পদে ৩১জন। এবং সংরক্ষিত আসনে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে ৯ নং ওয়ার্ডে অন্য কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সাধারণ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আবু নাছের নামে এক প্রার্থী । জেলার রামগতি উপজেলার এই ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২৩৮৫০ জন। ৯টি কেন্দ্রে ৫৩টি আলাদা বুথে সকাল ৮.৩০ মিনিট থেকে বিকেল ৪.৩০ মিনিট পর্যন্ত ইভিএমে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার কাজী হেকমত আলী।
তবে অভিযোগ ওঠেছে নৌকা প্রতীকের প্রার্থী সাবেক চেয়ারম্যান জাকির হোসেন লিটন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী প্রচারণা করতে দেবেন না বলে হুমকি ধমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন অন্যান্য প্রার্থীরা ।
সরকারের উন্নয়নের অগ্রযাত্রায় প্রত্যেকটে ইউনিয়ন হবে এক একটি শহর তারই ধারাবাহিকতায় আলগি ইউনিয়নে তেমন কোন উন্নয়ন দেখা যায়না । উন্নয়ন থেকে বঞ্চিত এই ইউনিয়নের ভোটারদের আশা সুষ্ঠু ভোটের মাধ্যমে নিজেদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন তারা ।
যিনি উন্নয়ন করবেন, সুখে দুঃখে জনগণের পাশে থেকে তাদের ভালেবেসে কাজ করবেন এমন প্রার্থীকেই নির্বাচনে বিজয়ী করার কথা বলছেন ভোটাররা । তবে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হবে বলে আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশন ও প্রশাসন। পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ বলেন, আগামী ১৬ মার্চ চর আলগী ইউনিয়নের নির্বাচন সুষ্ঠু, সুন্দরও নিরপেক্ষ হবে। কোন প্রকার অনিয়মের সুযোগ থাকবে না। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান ও উপস্থিতির কথাও তিনি উল্লেখ করেন । যেকোন ধরনের অন্যায় অনিয়ম করার চেষ্টা করলে আনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে দমন করবেন ।