লক্ষ্মীপুরে সংখ্যালঘু পরিবারের ৫০ বছেরর ভোগকৃত জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলণ

নিজস্ব প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরে সংখ্যালঘু পরিবারের ৫০ বছরের ভোগকৃত জমি জোরপূর্বক দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলণ করেছে ভুক্তভোগী পরিবার। সমবার (৩ মে) সকালে জেলার রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নে মালেগো
বাড়িতে এই সংবাদ সম্মেলণ অনুষ্ঠিত হয় ।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, নালিশি ভূমি ১৪২৮ দাগে ১ একর ২৩ শতাংশ কৃষি জমি যার হাল দাগ  ২৮৮৭। ভুল বসত আমাদের এই সম্পত্তি ভূমি হাল আর এস রেকর্ডে ১/১ খতিয়ানে রেকর্ড ভুক্ত হয় । আমরা আদালতে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আপীল ট্রাইবুনাল এ মামলা করি ,যার মামলা নং –  প্রত্যর্পন আপিল নং ৪০ /২০১৫ ইং। বর্তমানে  মামলাটি চলমান রয়েছে । মামলা চলমান অবস্থায় জোরপূর্বক একটা পক্ষ আমাদের জমিতে

বালু ভরাট করে আমাদের জমি দখলে নিয়ে আমাদেরকে ভূমি ছাড়া করতে চায়। আমাদের একটাই চাওয়া মামলা চলমান থাকা অবস্থায় আমাদের জমি যেন দখল না হয় আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন গনেশ চন্দ্র দে , রবি দে সহ পরিবারের সদস্যরা

how do you feel about this website ?

%d bloggers like this: