রামগতি প্রতিনিধি: দেশের মৎস্য সম্পদের সুরক্ষা ও বংশবিস্তারের লক্ষে বঙ্গোপসাগরে ৬৫ দিন মৎস্য আহরণ বন্ধ রাখতে লক্ষ্মীপুরের রামগতিতে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (১০ জুলাই ) দুপুরে রামগতির শেখ রাসেল মৎস্য অবতরণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
রামগতি নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদৌস আহমেদ এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান (পিপিএম) । অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, চরগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম সুমন, মৎস্য অবতরণ কেন্দ্রের ইনচার্জ মো. আলমগীর হোসেন প্রমুখ।
ব্যক্তারা বলেন, ২০মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন বঙ্গোপসাগরে সকল প্রকার মাছ ধরা এবং বানিজ্যিক কেন্দ্রগুলো বন্ধ রাখা হয়েছে। সাগরে মাছ আহরণ করা থেকে বিরত রাখতে সরকার জেলেদের খাদ্য সহায়তা সহ বিভিন্ন সুবিধা দিয়ে থাকেন।
এর আগে নিষেধাজ্ঞা বাস্তবায়নে বয়ারচরের জেলে পল্লী ও মৎস অবতরণ কেন্দ্রের আশপাশের এলাকা পরিদর্শন করেন আগত অতিথিরা।