এবারের ঈদে ৩০ টি নাটকে দেখা যাবে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী রেশমিকে

ডালিম কুমার দাস টিটু ঃ    রেশম কোমল মায়ায় ভরা অত্যান্ত মিষ্টভাষী , বিনয়ী একটি নাম রেশমি। বর্তমান সময়ের জনপ্রিয় একজন ব্যস্ত অভিনেত্রী রেশমি। নাট্য যুদ্ধের মাধ্যমে শুরুটা হলেও নিজের অদম্যতা , ইচ্ছা শক্তি এবং ধৈর্য্য  তাকে আজ  সর্বেোচ্চ জায়গায় নিচ্ছে । রিয়েলিটি শো নাট্যযুদ্ধে সারা বাংলাদেশের সেরা অভিনেত্রী হিসেবে স্থান নেয়া এই অভিনেত্রী  বর্ত মানে মিডিয়ায় অনেকটা  স্থান করে নিয়েছে । বিভিন্ন নাটকে বিভিন্ন চরিত্রে তাকে দেখা যায়। কখনো মায়ের ভূমিকায় , কখনো ভাবি, কখনো বা বড় বোন আবার কখনো গুরুত্বপূর্ণ চরিত্রেও দেখা যায় তাকে।  এবারের ঈদুল আযহায় তাকে দেখা যাবে বাংলাদেশের পাশ্ব অভিনেত্রীদের মধ্যে রেকর্ডসংখ্যক নাটকে । বলা যায় প্রায় ত্রিশটির মতো নাটকে তিনি অভিনয় করেছেন।রেশমি বলেন, ঈদে প্রায় ৩০টি নাটক প্রচার হবে। কিছু কাজ লকডাউনের আগে শেষ করেছি, কিছু লকডাউনে। আশা করছি দর্শকের কাছে আমার কাজগুলো ভালো লাগবে। একটি কথা না বললে নয় থিয়েটারের বিকল্প অভিনয় শেখার আর কোন জায়গা নেই । ধন্যবাদ জানাই নাট্যযুদ্ধকে নাট্যযুদ্ধ আমার জন্য একটা প্লাটফর্ম ছিলো । আমি সকলের কাছে দোয়াপ্রার্থী  আপনাদের ভালোবাসায় আমি রেশমি হতে পেরছি । আপনারা ঈদে ঘরে বসে বাংলা নাটক দেখবেন বাংলা নাটককে ভালোবাসবেন । আর অবশ্যই মাক্স পরে বাহিরে বের হবেন ।রেশমি অভিনীত ঈদে প্রচার হওয়া   উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ফরিদুল হাসানের ‘অবিবাহিতদের জন্য প্রবেশ নিষেধ’, ইমরাউল রাফাতের ‘অভিশাপ’, মিলন ভট্টাচার্যের ‘নয়নতারা স্টোর’, আলক হাসানের ‘ব্লেড লাইলি ভার্সেস ঘুড়ি মাস্টার’  ও ‘ভাইজান’, ভিকি জাহেদের  ‘প্রিয় আদনান’, তারেক রহমানের ‘বখাটে প্রেমিক’, সরদার রোকনের ‘ব্যাচেলরের স্বপ্ন’, ‘বাবু’ ও ‘বিয়ে করলে সব ঠিক’, আাসাদের ‘তুমি কোন গগনের তারা’ ও ‘অন্তরীপ প্রডাকশন’, সাইফ চন্দনের ‘পোস্টার’, হাবিব শাকিলের ‘সৎ মা’, রাফাত মজুমদার রিংকুর ‘স্রোতের বিপরীতে’ ও ‘এমন যদি হত’, বর্ণ নাথের ‘আজ মায়ের বিয়ে’, ফজলুল হকের ‘বদ অভ্যাস’, কামরুল হাসান ফুয়াদের ‘বহুরুপি’, তমাল মাহবুবের ‘হোম ডেলিভারি’, তারেক হাসানের ৭ পর্বের ধারাবাহিক ‘রুপকথা’,  অপুর্ব আনিমের ’কপাল’, মোহাম্মদ ফরিদুদ্দিনের ‘টেক্সি’ ও ‘স্বপ্ন তোমার জন্য’, ইদ্রিস হায়দারের ‘ক্রাইসিস’, বাবুর ‘শ্বশুরবাড়ির কুরবানী’ ও ‘জল প্রেমিক’।

how do you feel about this website ?

%d bloggers like this: