লক্ষ্মীপুরে এসএমসির জিএসএমদের সাথে অভিজ্ঞতা ও মতবিনময় সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে এসএমসির (সোশ্যাল মার্কেটিং কোম্পানি) আয়োজনে লক্ষ্মীপুর ও নোয়াখালী দুই জেলার মোট ২৩৩ জন জিএসএম এবং ৪০ জন প্রকল্প শংশ্লিষ্টকর্মী ও কর্মকর্তাগনের সাথে মতবিনিময় সভা করেছেন এসএমসি। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১১ টায় লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরি ও টাউনহলে লক্ষ্মীপুর এবং নোয়াখালীর বিভিন্ন উপজেলার বিভিন্ন সংস্থার কর্মীদের সাথে নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পিএসটিসির নতুন দিন কর্মকসূচীর গোল্ড মেম্বাররা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন এসএমসির হেড অফ বিসিসি মহিউদ্দিন আহমেদ, উদ্বুদ্ধমূলক বক্তব্য প্রদান করেন এসএমসি এসএমসি ইএল এর এমডি ও সিইও তসলিম উদ্দিন খান, গঠনমূলক বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডাঃ আশফাকুর রহমান মামুন প্রমূখ। বক্তারা বলেন, গর্ভবতী মাকে আয়রন ও পলিক এসিডসহ ১৫ টি পুষ্টি উপাদানের অভাব পূরণের জন্য এসএমসির ফুলকেয়ার টেবলেট সেবন করার কথা বলেন। এছাড়াও গর্ভবতিকে ৬ মাসে ১৮০ টি টেবলেট সেবন করার কথা বলেন তারা। অনুষ্ঠানে উপস্থিত মহিলারা তাদের নিজেদের সাবলম্বি হওয়ার গল্প তুলে ধরেন । এসএমসির সাথে কাজ করে তারা নিজেদের সংসারকে সুন্দরভাবে চালানোর পাশাপাশি সন্তাদের পড়ালেখা করা এবং সুখি পরিবার তৈরি করতে পারছেন বলে তারা তাদের প্রতিক্রিয়া ব্যাক্ত করেন।

how do you feel about this website ?

%d bloggers like this: