Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

রায়পুর

রায়পুর উপজেলা বাংলাদেশের  লক্ষ্মীপুর  জেলার একটি একটি প্রশাসনিক এলাকা.

রায়পুর নামকরণ কিভাবে ?
ব্রিটিশ রাজত্বকালে স্থানীয় জমিদার রায়বাহাদুর মোহন রায় এর নামানুসারে রায়পুর নাম করণ করা হয়। ১৮৭৭ সালে রায়পুর থানায় রূপান্তরিত হয়। পরবর্তীতে ১৯৮৩ সালে রায়পুর উপজেলা হিসেবে ঘোষিত হয়।

রায়পুর উপজেলার আয়তন কত?
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার আয়তন হচ্ছে ২০১.৩২ বর্গ কি: মিঃ।

রায়পুর উপজেলা র সীমানা / অবস্থান –
রায়পুর এর উত্তর দিকে আছে ফরিদগঞ্জ ও  রামগঞ্জ  উপজেলা, পূর্ব দিকে আছে সদর উপজেলা, দক্ষিণে আছে বরিশালের মেহেন্দি-গঞ্জ উপজেলা,পশ্চিমে আছে হিজল ও হামচর উপজেলা এবং মেঘনা নদী। এর প্রধান নদী হচ্ছে মেঘনা এবং ডাকাতিয়া।

রায়পুর উপজেলার জনসংখ্যা কত?
২০১১ ইং আদম শুমারী অনুযায়ী ২,৭৫,১৬০ জন।

Back to top button