Home

ত্রয়োদশ শতাব্দীতে লক্ষ্মীপুর  ছিল ভুলুয়া রাজ্যের অধীন। লক্ষ্মীপুর জেলায় মোট ৫টি উপজেলা ( রায়পুর , রামগঞ্জ , কমল-নগর , রামগতি )  লক্ষ্মীপুর জেলা মোট আয়তন ১৪৫৬ বর্গ কি: মিঃ।

 

আচঁলে মেঘনার মায়া ডাকাতিয়া বুকে, রহমত-খালি বয়ে চলে মৃদু এঁকে বেঁকে।
নারিকেল সুপারি আর ধানে ভরপুর আমাদের আবাস ভূমি প্রিয় লক্ষ্মীপুর।

নাম না জানা এক কবি তার কবিতার ৪টি পঙক্তির মাধ্যমে লক্ষ্মীপুর জেলার বর্ণনা দিয়েছেন।

 

 

লক্ষ্মীপুর

অনেক ঐতিহাসিকের মতে, রাজা লক্ষ্মী নারায়ণ রায় বা লক্ষ্মী প্রিয়ার নাম অনুসারে লক্ষ্মীপুরের নামকরণ করা হয়। লক্ষ্মীপুর নামে সর্বপ্রথম থানা প্রতিষ্ঠিত হয় ১৮৬০ সালে। এরপর ১৯৭৬ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন ৫নং বাঞ্চানগর ইউনিয়ন লক্ষ্মীপুর পৌরসভায় রূপান্তরিত হয়।  ১৯৮৪ সালের ২৮ ফেব্রুয়ারি গঠিত হয় লক্ষ্মীপুর জেলা।

 

 

রায়পুর

ব্রিটিশ রাজত্বকালে স্থানীয় জমিদার রায়বাহাদুর মোহন রায় এর নামানুসারে  রায়পুর  নাম করণ করা হয়। ১৮৭৭ সালে রায়পুর থানায় রূপান্তরিত হয়। পরবর্তীতে ১৯৮৩ সালে রায়পুর উপজেলা হিসেবে ঘোষিত হয়।

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার আয়তন হচ্ছে ২০১.৩২ বর্গ কি: মিঃ।

 

রামগঞ্জ

রামগঞ্জ  উপজেলা লক্ষ্মীপুর জেলার একটি প্রশাসনিক এলাকা। এটি আয়তনের দিক থেকে লক্ষ্মীপুর জেলা র সবচেয়ে ছোট উপজেলা।

এই  উপজেলা র আয়তন ১৬৯.৩১ বর্গ কিলোমিটার।

 

কমল-নগর

কমল-নগর উপজেলা লক্ষ্মীপুর জেলা র পঞ্চম উপজেলা হিসেবে ২৮ সেপ্টেম্বর ২০০৬ তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া  এটি উদ্বোধন করেন। কমলনগর উপজেলার আয়তন  ৩১৫ বর্গ কিলোমিটার।

 

রামগতি

রামগতি উপজেলার আয়তন প্রায় ৩৪৭ বর্গ কিলোমিটার।
এই  উপজেলার উত্তরে কমল-নগর উপজেলা, পূর্বে নোয়াখালী সদর ,দক্ষিণে নোয়াখালীর হাতিয়া উপজেলা এবং পশ্চিমে ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলা।